x= প্রেম-এর (X= prem) 'ভালবাসার মরশুম' গানটা লুপে শুনছেন এ প্রজন্মের অনেকেই। রাতারাতি বাংলার লাভ অ্যান্থেম হয়ে উঠেছে গানটি, তা গানের কারিগর সপ্তক সানাইকে (Saptak Sanai) সেই সূত্রেই এখন অনেকেই চেনেন। এবার সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) 'অতি উত্তম' ছবিতেও সুর দিচ্ছেন সপ্তক। মহানায়ককে নিয়ে ছবি, তাই গানের প্রতি ছত্রে থাকবে তাঁরই এক একটা ছবির নাম।
অতি উত্তমের ‘বন্ধু হবি’তে থাকছে সেই চমক। এই ভাবনা সপ্তকেরই, তাকে সাজিয়ে গান রচনা করেছেন সৃজিত। গেয়েছেন উপল সেনগুপ্ত।
Neetishastra: ইমন, সুদীপ্তা, বিদিপ্তা...টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ জড়িয়ে পড়ছেন রহস্যে, কী ব্যাপার?
সৃজিতের কড়া হোমওয়ার্কেরই ফসল ‘অতি উত্তম’। চার বছর ধরে ৬২টা সিনেমা দেখে রীতিমতো রিসার্চ করে এই সিনেমার পোস্টার ডিজাইন করেছেন সৃজিত। চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করতে গিয়েও বেগ পেতে হয়েছে তাঁকে। ভিএফএক্স-এর মাধ্যমে কীভাবে মহানায়ককে আবারও সিনেপর্দায় জীবন্ত করে তুলবেন সৃজিত? অধীর অপেক্ষায় রয়েছে উত্তম জ্বরে আক্রান্ত বাঙালি।