গায়ক কেকে-র মৃত্যু তে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হল নিউ মার্কেট থানায়। কেকের সহশিল্পীরাই বুধবার সকালে অস্বাভাবিক মৃত্যু অভিযোগ দায়ের করেছেন।
কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজার, কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ। বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।
হোটেলে ফেরার পথে শীত করছিল কেকে-র, শিল্পীর দেহ নিতে কলকাতায় আসছেন স্ত্রী-পুত্র
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী কেকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে চিকিৎসকেদের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর।
থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় চোটের কথাও বলা হয়েছে। যদিও শোনা যাচ্ছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি।মাথার আঘাতের কারণ সেটা হবার সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সন্ধের নজরুল মঞ্চের অনুষ্ঠানের যে সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তার অধিকাংশেই দেখা গেছে, গানের মাঝে বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছেন। একাধিক বার ছোট বোতল থেকে গলায় ঢালছেন জল। তবে কি অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? । মঞ্চের আলো নিভিয়ে দিতে বলেছিলেন শিল্পী। আলো সহ্য করতে পারছিলেন না তাহলে? ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহের এসি কাজ করছিল ঠিক মতো? কেকে-র আকস্মিক মৃত্যুর পর এমনই নানা প্রশ্ন উঠছে।
তবে কেকে-র পারফরম্যান্সে শারীরিক অস্বস্তির আঁচ পড়েনি এতটুকু। আর কী অদ্ভুত সমাপতন। তাঁর গলায় জনপ্রিয় 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' গেয়ে বিদায় নিয়েছেন।