ঋষভ পন্থকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার ফের শিরোনামে উঠে এলেন তিনি। ইরানের মেয়েদের পাশে দাঁড়িয়ে নিজের চুল কেটে ফেললেন উর্বশী । সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তিনি জানান, ইরানের প্রতিবাদী তরুণী মহশার মৃত্যুর প্রতিবাদ, উত্তরাখণ্ডের ১৯ বছরের মেয়ে অঙ্কিতা ভান্ডারির মৃত্যুর মতো নারীদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদেই তিনি নিজের চুল কেটে ফেললেন।
২২ বছরের প্রতিবাদী তরুণী মহশার মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইরান। হিজাব পুড়িয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। এরপর বিশ্বের একাধিক মহিলা তারকা নিজেদের চুল কেটে এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। এবার সেই প্রতিবাদে যোগ দিলেন উর্বশীও।
সোমবার ইনস্টায় নিজের চুল কেটে ফেলার ছবি পোস্ট করেন উর্বশী। যেখানে দেখা যাচ্ছে নীল রঙা কুর্তা পরে মাটিতে পা মুড়ে ক্যামেরার উল্টো দিকে বসে আছেন উর্বশী । কাঁচি হাতে উর্বশীর চুল কাটতে চলেছেন একজন নাপিত। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'চুল কেটে ফেললাম। ইরানের সব মহিলাদের লড়াইয়ে আমার সমর্থন রইল।'
এছাড়াও তিনি উত্তরখণ্ডের বিজেপি নেতার ছেলের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারির মৃত্যুর কথাও উল্লেখ করেন এই পোস্টে। এছাড়াও তিনি লেখেন, বিশ্ব জুড়ে মহিলারা একজোট হচ্ছেন ইরানের সরকারের বিরুদ্ধে। প্রকাশ্যে চুল কেটে ফেলছেন। তাঁরা বুঝিয়ে দিচ্ছেন তাঁদের সৌন্দর্য শুধুমাত্র চুলে নয়। এমনকি তাঁরা কী পরবেন, কী ভাবে রাস্তায় বেরোবেন, বা কেমন আচরণ করবেন তা কেউ ঠিক করে দিতে পারে না। এবার নারীদের বিপ্লব নতুন প্রাণশক্তি পাবে।