ভারতীয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)-র মুকুটে জুড়ল আন্তর্জাতিক স্বীকৃতির নয়া পালক। সকলকে চমকে দিয়ে প্রায় ৪০ কোটি টাকার সোনার তৈরি পোশাক পরে র্যাম্পে হাঁটলেন এই সুন্দরী।
সম্প্রতি, সংযুক্ত আরবে প্রথম ভারতীয় হিসেবে বিখ্যাত আরব ফ্যাশন উইকে (Arab Fashion Week) র্যাম্পে হাঁটলেন এই সুন্দরী। একবার নয়, পর পর দুবার। রয়্যাল লুকে সোনার গাউন পরে তিনি র্যাম্পে হেঁটেছেন। ডিপ কাট স্প্লিট সোনার অলঙ্কারে গাউন পরে নজর কেড়েছেন ঊর্বশী।
বেলুন হাতা সোনার গাউনে একেবারে ক্লিওপেট্রার মত লুক ছিল ঊর্বশীর। পোশাক তো বটেই মাথাতেও রয়েছে আসল সোনার তৈরি ফ্যাশনেবল হেডগিয়ার। বিয়ন্সে, জেনিফার লোপেজদের পোশাক ডিজাইন করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার ফার্ন ওয়ান আমাতো এই পোশাক বানিয়েছেন। ও বিখ্যাত সব ব্যক্তিত্বদের পোশাক ডিজাইন করেছেন। পোশাকের সঙ্গে মানানসই একজোড়া গোল্ডেন স্টিলেটো বেছে নিয়েছিলেন ঊর্বশী। মেকআপেও ছিল চোখধাঁধানো লুক।