বিনোদন জগতের একের পর এক তরতাজা প্রাণের এমন অকালে ঝরে পড়া প্রশ্ন ওঠাচ্ছে অনেক। রবিবার, হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যা আরও একবার বাকরুদ্ধ করেছে দেশবাসীকে। ঠিক কী কারণে আত্মহত্যা, জানা যায়নি এখনও। প্রকাশ্যে আসেনি অভিনেত্রীর সুইসাইড নোটও। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বৈশালীর ভক্তরা আগে টেরই পাননি, কবে জীবনটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছেন বৈশালী।
বছর আড়াই আগের সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর স্মৃতি উস্কে দিয়েছে গতকাল বিকেলের এই খবর। আশ্চর্যের বিষয় বৈশালীর সঙ্গে বন্ধুত্ব ছিল সুশান্তের। অভিনেত্রীর বিশ্বাস ছিল, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
Anushka Sharma: ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা, ইডেনে গার্ডেনে শুটিং বিরাটপত্নীর
বৈশালী নিজে তাঁর প্রেম জীবন নিয়ে খোলামেলা কথা বলতেন সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের এপ্রিলে কেনিয়ার এক দাঁতের চিকিৎসকের সঙ্গে বাগদান পর্ব সাড়া হয় অভিনেত্রীর, তার এক মাসের মধ্যে বিয়ে ভেস্তে যায়, সে খবরও সোশ্যাল মিডিয়াতেই দিয়েছিলেন অভিনেত্রী, তবে কি সেই সংক্রান্ত অবসাদই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল অভিনেত্রীকে? এখনও মৃত্যুর আসল কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।