অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ন অভিনেতা অমল পালেকর (Amol Palekar)। পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে (Amol Palekar hospitalised)। এই কিংবদন্তি অভিনেতা-পরিচালকের (Amol Palekar) স্ত্রী সন্ধ্যা গোখলে (Sandhya Gokhale) জানান, “অমলের স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কিছু নেই এখন। ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং আগের থেকেও বেশ ভালো আছে”।
আরও পড়ুন: জরিমানা বৃদ্ধির প্রতিবাদে ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব ধর্মঘট শহরে, দিনভর ভোগান্তির আশঙ্কা
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন অমল পালেকর (Amol Palekar)। ধূমপানজনিত কারণে এর আগেও একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল (Amol Palekar hospitalised) তাঁকে। তবে, কোনও কঠিন অসুখ নেই ৭৭ বছর বয়সী এই অভিনেতার (Amol Palekar)।
‘গোলমাল’, ‘ছোটি সি বাত’-এর মতো জনপ্রিয় ছবি এই অভিনেতার অনুরাগীদের আশ্বস্ত করে স্ত্রী সন্ধ্যা গোখলে জানান, অমল (Amol Palekar) তাড়াতাড়িই ঘরে ফিরে আসবে বলে আশা করছি।