প্রয়াত অভিনেতা সমীর খাখর। বুধবার ভোর ৪.৩০ মিনিটে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। অভিনেতার ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।
অভিনেতা সমীর খাখর দূরদর্শনের বিখ্যাত শো নুক্কাদ-এর 'খোপরি' চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম থাক্কার (১৯৯৫), খেল শুরু (২০০৬) এবং হাসি তো ফাসি (২০১৪)।
আরও পড়ুন - জট কাটছে না, এবার সতীশ কৌশিকের মৃত্যু তদন্তে বিকাশ মালুর স্ত্রীকে তলব দিল্লি পুলিশের
অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেনি ইন্ডাস্ট্রি। এর মধ্যেই আরও এক বলি অভিনেতার মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।