গুরুতর অসুস্থ হয়ে বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। শেষরক্ষা হল না আর। প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।
চলতি বছরে একাধিক বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানিয়েছিলেন, পেটে ফ্লুইড জমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সোনালী চক্রবর্তী। ‘হারজিত’ ছবিতে নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘বন্ধন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ছোট পর্দায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির জেঠিমা হিসেবে বেশ জনপ্রিয় হয়েছিল তাঁর চরিত্রটি। অভিনেত্রীর প্রয়াণে শোকের আবহ অনুরাগী থেকে শুরু করে তাঁর সহকর্মীমহলে।