সম্পত্তি নিয়ে বিবাদ। যার জেরে অভিনেত্রী বীণা কপূরকে (Veena Kapoor) খুন করলেন তাঁরই ছেলে। সূত্রের খবর, বেস বলের ব্যাট দিয়ে তাঁর মাথায় মেরে তাঁকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অভিনেত্রীর (famous TV actress Veena Kapoor) জুহুর বাড়িতে। এমনকি খুনের পর অভিনেত্রীর মৃতদেহ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরের মাথেরানের নির্জন জঙ্গলে ফেলে আসেন তাঁর ছেলে। ইতিমধ্যেই বীণা কপূরের ৪৩ বছর বয়সি ছেলে ও অভিনেত্রীর পরিচারককে গ্রেফতার করা হয়েছে।
অভিনেত্রী দুই ছেলে। বড় ছেলে বিদেশে থাকেন। ছোট ছেলের কাছেই থাকতেন ৭৪ বছর বয়সী অভিনেত্রী। সম্প্রতি ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে তাঁর ঝামেলা হয়। সেই ঝামেলার জেরেই বৃদ্ধ মায়ের মাথায় বেস বলের ব্যাট দিয়ে আঘাত করেন অভিযুক্ত। ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রীর। পুলিশের কাছে দোষ কবুল করেছেন দুই অভিযুক্ত।
আরও পড়ুন- মমতার ভাইপো ভেবে ভুল করেন অনেকেই, নাম বদলাচ্ছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়?
হিন্দি টেলিভিশনের একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন বীণা দেবী। তাঁর মৃত্যুর খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী নীলু কোহলি।