প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen Passes Away) । বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সুমিত্রা সেনের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর মেয়ে ও সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন (Sraboni Sen) । তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে ।
সুমিত্রা সেন ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন । তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে জানা গিয়েছে । শ্বাসকষ্টেরও সমস্যা ছিল বলে খবর । সোমবার রাতেই ৮৯ বছরের শিল্পীকে বাড়িতে আনা হয় । আর মঙ্গলবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
আরও পড়ুন, Monami Ghosh: চঞ্চল চৌধুরীর পর মনামী ঘোষ, মৃণাল সেনের বায়োপিকে একের পর এক চমক সৃজিতের
সঙ্গীত জগতে রবি গানের মধ্যে দিয়ে শ্রোতাদের মন জয় করে এসেছেন সুমিত্রা সেন । তাঁর দুই কন্যা শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন । আধুনিক গানেও ছাপ ফেলেছেন ইন্দ্রাণী ।