সম্প্রতি মা হয়েছেন ইয়ামি গৌতম । বলিউডের উডবি মমি-র তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোণ, রিচা শর্মা । এবার বলিউডের আরেক অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর ঘিরে জল্পনা তুঙ্গে । সম্প্রতি, ক্যাটরিনা কাইফের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে দেখা গিয়েছে, লন্ডনের রাস্তায় ভিকি কৌশলের হাত ধরে ঘুরছেন ক্যাট । আর সেই ভিডিও দেখেই চমকে গিয়েছেন নেটিজেনরা । লম্বা কালো জ্যাকেট পরা ক্যাটরিনাকে দেখে যেন মনে হচ্ছে, খুব শীঘ্রই সুখবর শোনাতে চলেছেন বলিউডের চর্চিত কাপল ।
ক্যাটরিনাকে নিয়ে এই জল্পনা নতুন নয় । গত কয়েক মাস ধরে অভিনেত্রীর প্রেগন্যান্সির খবরের গুঞ্জনে সরগরম নেটপাড়া । সেই জল্পনার আগুনে আরও ঘি ঢালল লন্ডনের ভাইরাল ভিডিও । যেখানে দেখা যাচ্ছে,বেকার স্ট্রিটে ভিকির হাতে হাত রেখে হাঁটছেন ক্যাটরিনা । পরনে লম্বা কালো ওভারকোট । যা দেখে বোঝা যাচ্ছে কালো কোটে ঢেকেছে তাঁর স্ফীতদর । বেকার স্ট্রিটে হাঁটতে হাঁটতে ক্যাটরিনাকে আগালাতেও দেখা যায় তাঁকে ।
ক্যাটরিনার ভিডিয়ো দেখে নেটাগরিকরা বলছেন,'ওভারকোট স্ফীতদর আড়াল করেছেন ক্যাটরিনা । আবার অনেকে লিখছেন, "দীপিকার থেকেও 'বেশি’ গর্ভবতী লাগছে ক্যাটরিনাকে দেখে।'