সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে ভিকি কৌশলের ব্যাড নিউজ সিনেমার 'তৌবা তৌবা' । ফেসবুক স্টোরি হোক কিংবা ইনস্টাগ্রাম রিল, এই একটা গানই যেন ট্রেন্ডিং । গানের তালে ভিকি কৌশলের মুভ, বহু তরুণীর চোখের ঘুম কেড়েছে । গান তো না হয় হিট, কিন্তু সিনেমা কেমন হল ? ব্যাড নিউজ কি কোনও গুড নিউজ দিতে পারল ?
১৯ জুলাই মুক্তি পেয়েছে সিনেমা । জানা গিয়েছে, শুরুটা ভালই হয়েছে ভিকি ও তৃপ্তি জুটির ব্যাড নিউজ । প্রথম দিন ৮.৫ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা । যদিও আইএমডিবি-র রেটিং খুব একটা ভাল নয় । ১০-এ ৫ রেটিং দেওয়া হয়েছে আইএমডিবির তরফে ।
তরণ আদর্শ কী বলছেন ?
ব্যাড নিউজ-এর ভূয়সী প্রশংসা করেছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ । সিনেমাকে ৫-এ ৪ রেটিং দিয়েছেন । তাঁর মতে, পুরোটাই এন্টারটেইনিং । বিনোদনে ভরপুর । মনোমুগ্ধকর ড্রামা । সেইসঙ্গে মজাদার সংলাপ, কৌতুক রস ভরপুর । কমেডির সঙ্গে মিলেমিশে গিয়েছে আবেগ । তরণ আদর্শ বলছেন, ব্যাড নিউজ নাকি বক্স অফিস উইনার ।
পরিচালক আনন্দ তিওয়ারি এমন একটি প্লট বেছে নিয়েছেন, তা উদ্ভট বা হাস্যকর বলে মনে হতে পারে । কিন্তু, স্মার্ট ও শক্তিশালী চিত্রনাট্য দর্শকদেন আসন ধরে রাখতে বাধ্য করবে । সিনেমার সমাপ্তিও একেবারে উপযুক্ত । অখিল চড্ডার ভূমিকায় ভিকি কৌশল দুর্দান্ত । সিনেমার গ্ল্যামার বাড়িয়েছেন তৃপ্তি দিমড়ি । সালোনির চরিত্রে ঝলমলে উপস্থিতি অভিনেত্রীর । গোটা সিনেমায় দারুণ দেখিয়েছে তাঁকে । অ্যামি ভিরিকের কমেডি টাইমিং অসাধারণ । সব মিলিয়ে ফুল এন্টারটেইনিং সিনেমা ।
তবে, তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম অর্ধের কিছুটা অংশ আরও একটু ভাল হতে পারত । আর এতগুলি চরিত্রের প্রয়োজন ছিল না । বেশ কয়েকটি চরিত্র অপ্রয়োজনীয় বলে মনে করছেন তিনি ।
নেটিজেনরা কী বলছেন ?
এক্স হ্যান্ডেলে সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে । কেউ বলেছেন, ভরপুর বিনোদনমূলক সিনেমা । কারও আবার পরামর্শ ভিকির জন্য সিনেমাটা দেখা যেতে পারে । বাকি লো অ্য়াভারেজ সিনেমা । এক ব্যবহারকারী লিখেছেন, ব্যাড নিউজ হিউমার, ড্রামা ও আবেগ...সব মিশে রয়েছে । মজাদার দৃশ্য, হাস্যকর কিছু ওয়ান-লাইনার ও সেইসঙ্গে আকর্ষণীয় গল্প মন জয় করে নিয়েছে ।
কেউ আবার লিখেছেন, সিনেমার প্রথম অর্ধ একেবারেই 'বিলো অ্যাভারেজ' । সিনেমা দেখতে হলে শুধুমাত্র ভিকি কৌশলের জন্য দেখে আসা যেতে পারে । চরিত্রটিতে সব মন প্রাণ ঢেলে দিয়েছেন ভিকি । তা না হলে ওটিটি-র জন্য অপেক্ষা করা যেতে পারে ।
ব্যাড নিউজ মূলত, 'হেটেরোপ্যাটারনাল সুপারফেকন্ডেশন'-এর উপর ভিত্তি করে তৈরি । এমন একটি প্রেগন্যান্সি, যেখানে দুটি আলাদা পুরুষের সন্তান একটি গর্ভে ধারণ করা যেতে পারে। যেমন, ভিকি কৌশল ও ভিরক, দু'জনেরই সন্তান ধারণ করেছেন তৃপ্তি । সিনেমাটির প্রযোজনা করেছেন অমৃতপাল সিং বিন্দ্রা, করণ জোহার ও অপূর্ব মেহতা ।