আর কিছুক্ষণ। তার পরেই শুরু হয়ে যাবে ঘটি-বাঙালের লড়াই (Durand Cup)। আর সেই লড়াইয়েই অংশ নেবেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই কারণেই শনিবার সকালে শহরে পা রাখলেন ভিকি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।
যেখানে দেখা যাচ্ছে, মাথায় কালো টুপি। পরনে ধূসর রঙের হুডি। চোখে কালো রোদচশমা, মাথায় টুপি আর পায়ে স্পোর্টস শু পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন ভিকি।
আরও পড়ুন - ডার্বিতে শুরু থেকেই নামছেন ক্লেটন সিলভা, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
চলতি বছরের ডুরান্ড কাপের থিম সং 'ভিড়ে' গানটিরও মূল গায়ক অরিজিৎ সিং। তাঁর সঙ্গে ছিলেন বিখ্যাত র্যাপার ডিভাইন। গানটির ভিডিয়োতে দেখা গিয়েছে বলিউড নায়ক ভিকিকে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিকির পাশাপাশি অরিজিৎ সিংকেও দেখা যেতে পারে বলেই খবর।