অসুস্থ বাংলা ছবির প্রবিণ পরিচালক প্রভাত রায়। হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে পরিচালককে দেখতে গেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবিও তুললেন পরিচালকের সঙ্গে।
ইন্ডাস্ট্রির সবাই তাঁকে ভুলে গিয়েছেন, মাস কয়েক আগে এমনটাই জানিয়েছিলেন অভিমানী পরিচালক। এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জিৎ-প্রসেনজিৎদের কেউওই তাঁর খবর রাখেন না। তবে অসুস্থতায় তাঁকে ভোলেননি 'লাঠি'র নায়ক ভিক্টর।
Paoli Dam: বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজে পাওলি, সঙ্গে নাসিরুদ্দিন শাহ-নিনা গুপ্তারা
মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ পরিচালকের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
জানা যাচ্ছে, রক্তচাপ বেড়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক। অসুস্থতার খবর পেয়ে হরনাথ চক্রবর্তীরাই হাসপাতালে ভর্তি করেছেন তাঁকে।