মাথায় পাগড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। গালে সামান্য দাড়ি। মুখে স্মিত হাসি। আর গলায় 'ভুলভুলাইয়া' সিনেমার সেই বিখ্যাত গান। এক ঝলকে দেখে যে কারও ভুল হবে।
কয়েক মুহূর্তের জন্য মনে হবে তিনি অরিজিৎ সিং। কিন্তু আদতে তিনি অরিজিৎ সিং নয়, অরিজিতের লুকঅ্যালাইক। যিনি অরিজিৎ-এর গানে লিপসিঙ্ক করে মন কেড়েছেন নেটিজেনদের। রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে ওই ভিডিয়ো। তবে, এখনও ওই ভাইরাল ব্যক্তির পরিচয় জানা যায়নি।
যদিও ওই ভিডিয়ো যে সকলের মন কেড়েছে এমনটা নয়। অনেকে ভিডিয়ো পছন্দ করেছেন বটে, তবে কেউ কেউ বেজায় চটেছেন এমন তুলনা করায়। আবার কেউ লিখেছেন, 'কার সঙ্গে কার তুলনা'।