বুধবার বাবা-মা হয়েছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর। নিজেদের সোশ্যাল মিডিয়ায় দুজনে একটি যৌথ পোস্ট শেয়ার করে সুখবরটি ভাগ করে করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। এবার অনুরাগীদের সঙ্গে নিজেদের সন্তানের ছবিও ভাগ করে নিলেন তাঁরা। জানালেন সন্তানের নামও।
শনিবার বিক্রান্ত ম্যাসি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর নবজাতকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, বাবা বিক্রান্ত সন্তানের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আর শীতলের কোলে রয়েছে ছোট্ট শিশুটি। বাবা-মায়ের পরনে গোলাপি পোশাক।
আরও পড়ুন - কেরিয়ার পাল্টাচ্ছেন করিনা, টাব্বু, কৃতি! ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
দ্বিতীয় ছবিতে রয়েছে একটি খেলনা। যার উপরে লেখা রয়েছে বরদান। এই ছবি শেয়ারের পাশাপাশি অভিনেতা ক্যাপশনে লিখেছেন, 'আশীর্বাদের থেকে কম কিছু নয়...তাই আমরা সন্তানের নাম রেখেছি বরদান।'