যখন সারা মুম্বই কার্যত ব্যস্ত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে, তখন সম্পূর্ণ চোখের আড়ালে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ৩জুলাই থেকে শুরু হয়েছে মেগা বিয়ের এই ইভেন্ট। দেশ, থেকে বিদেশ শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্রের, ক্রিকেট বিশ্বের কোনও তারকাই কার্যত বাদ ছিলেন না। কিন্তু এত আনন্দ আয়োজনের মধ্যে একটি অনুষ্ঠানেও দেখা যায়নি বিরুষ্কাকে।
টি-টোয়েন্টি ট্রফি জিতে যখন টিম ইন্ডিয়ার বাস মেরিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে পৌঁছল, সেই বিজয় মিছিলে স্বমহিমায় ছিলেন কিং কোহলি। বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক T20 ফরম্যাট থেকে অবসরের কথাও ঘোষণা করেন কিং। তারপর কার্যত নিঃশব্দে দেশ ছাড়েন কোহলি। লন্ডনের উদ্দেশে পাড়ি দেন তিনি। সেখানে অকায় এবং ভামিকাকে নিয়ে সময় কাটাচ্ছেন অনুষ্কা। তাই দেশকে কাপ দিয়ে, তিনিও ছুটলেন লন্ডনে স্ত্রী সন্তানের কাছে।
২২ গজের এই রাজার মেজাজ বুঝে পাশে থেকে গিয়েছেন অনুষ্কা শর্মা। কিং-এর মুকুটে তাই পালক জুড়লে, সেই সাফল্য অনুষ্কার সঙ্গে ভাগ করে নিতে জানেন বিরাট। কাপ জয়ের পর অনুষ্কার সঙ্গে ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, 'যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না তুমি না থাকলে। তুমি আমাকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করো৷ তোমার জন্যই আমি নম্র হয়ে থাকতে পারি। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় জানাও। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।'জয় ঘোষণার পরেও, তাই প্রথম ফোনটা পরিবারকেই করেছিলেন বিরাট।
অনুষ্কা আগেই জানিয়েছিলেন, তাঁদের এই প্রচারের আলো ছেলে-মেয়েদের উপর এসে পড়ুক তা চান না তাঁরা। শোনা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকারই পরিকল্পনা করেছেন বিরাট। এমনকি খেলা থেকে অবসর নেওয়ার পর নাকি পাকাপাকি ভাবে সেখানেই থাকবেন বিরুষ্কা।
এই মুহূর্তে স্টার কিডরাও কিন্তু ইন্ডাস্ট্রিতে ততধিক গুরুত্বপূর্ণ। কিন্তু অনুষ্কা বিরাট চাননি মেয়ে ভামিকা ও ছেলে অকায় কেবল তাঁদের পরিচয়েই বড় হোক। নিজের পরিচিতি, অবলম্বন যেন নিজেরাই তৈরি করতে পারে ছেলে মেয়ে- মা বাবা হিসেবে এটুকুই চাওয়া বিরাট অনুষ্কার।