সোমবার জন্মদিন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। আর, সেই উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক পোস্ট করলেন তাঁর স্বামী তথা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সেই পোস্টে বিরাট লেখেন- 'তোমার সমস্ত রকমের সুন্দর পাগলামির মধ্যে দিয়েই ভালোবাসি তোমাকে। হ্যাপি বার্ডে মাই এভরিথিং'।
বলাই বাহুল্যা, বিরাটের এই পোস্টের পর কার্যত রিয়্যাকশনের বন্যা বইয়ে দিয়েছেন তাঁর ও অনুষ্কার অগণিত ভক্তবৃন্দ। ৩৫ পূর্ণ করে ৩৬-এ পা দিলেন অভিনেত্রী। যে ছবিগুলি শেয়ার করেছেন বিরাট কোহলি, তাদের মধ্যে অনুষ্কার সান কিস মুহূর্তের ছবি থেকে শুরু করে সেখানে রয়েছে কোহলির সঙ্গে কাটানো কিছু মধুর মুহূর্ত।