এতদিনে সকলে জেনে গিয়েছে, কামাঠিপুরমে রাত হয় না, কারণ, 'গাঙ্গু চাঁদ থি, অউর চাঁদ হি রহেঙ্গি'! অপেক্ষার অবসান। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির ট্রেলার প্রকাশ্যে। সওয়া তিন মিনিটের ট্রেলারে অপ্রতিরোধ্য আলিয়া। ২৫ ফেব্রুয়ারি ছবি মুক্তি পাচ্ছে। তার আগে এই অনবদ্য ট্রেলার প্রত্যাশা বাড়িয়ে দিল বনশালি ভক্তদের।
ইন্ডাস্ট্রিতে সঞ্জয় লিলা কাটিয়ে ফেলেছেন আড়াই দশক। বলিউডকে ইতিমধ্যে উপহার দিয়েছেন ৯ টি ছবি। গাঙ্গুবাই তাঁর দশম ছবি, নিঃসন্দেহে আলিয়া-অজয় দেবগন অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি পরিচালকের কাছেই খুব স্পেশাল।
ফেব্রুয়ারিতেই ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হতে চলেছে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।