KK passess Away : রবীন্দ্র সদনে গান স্যালুটে শ্রদ্ধা কেকে-কে, চোখের জলে প্রিয় গায়ককে বিদায় কলকাতার

Updated : Jun 01, 2022 15:42
|
Editorji News Desk

দদমদম নয়, রবীন্দ্র সদনেই (Rabindra Sadan) গান স্যালুটের (Gun salute) মাধ্যমে এই শহর শেষ শ্রদ্ধা জানালো বলিউডের নেপথ্যগায়ককে । ঘড়িতে তখন দুপুর আড়াইটে । রবীন্দ্রসদনে নিয়ে আসা হল কেকে (KK passes away)-এর মরদেহ । সদনে তখন অনুরাগীদের ভিড় । তাঁদের প্রিয় গায়ককে একবার শেষবারের জন্য দেখার অপেক্ষায় তাঁরা । ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে কেকে (KK)-এর জনপ্রিয় গান, "ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' । কান্নায় ভেঙে পড়লেন গায়কের স্ত্রী জ্যোতি । তাঁকে সমবেদনা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার চোখের জলে বিদায় জানানোর পালা গায়ককে । পৌনে তিনটে নাগাদ গান স্যালুটে শেষ শ্রদ্ধা Gun Salute to KK) জানালো তাঁকে । যে কলকাতাকে মঙ্গলবার সন্ধেয় মাতিয়ে রেখেছিলেন কেকে, আজ তাঁকেই চোখের জলে বিদায় জানালো সেই তিলোত্তমা ।

এদিন সদনে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, মদন মিত্র, ফিরহাদ হাকিমরা । এছাড়া, দূর দূর থেকে আসা কেকে-এর অগণিত ভক্ত । গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানোর পর কেকে-এর পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবীন্দ্রসদন থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে কেকে-এর মরদেহ । বিকেলের ফ্লাইটে মুম্বই নিয়ে যাওয়া হবে তাঁর দেহ ।

আরও পড়ুন, Najrul Mancha: আসনের থেকে অতিরিক্ত দর্শক, বিশৃঙ্খলার অভিযোগ মানছেন নজরুল মঞ্চের কর্মীরাও
 

মঙ্গলবার রাতে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-এর । তাঁর দেহ CMRI হাসপাতালেই রাখা হয়েছিল । আজ সকালে দেহের ময়নাতদন্ত করা হয় । এদিকে, সকালেই কলকাতায় এসে পৌঁছন কেকে-এর স্ত্রী ও ছেলে । কেকে-এর দেহ তাঁরা মুম্বইয়ে নিয়ে যাবেন । তার আগে কলকাতায় শেষ শ্রদ্ধা জানানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী বলেন, দমদমেই শ্রদ্ধা জানানো হবে কেকে-কে । এরপর কলকাতায় ফিরেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানান, তাঁর সঙ্গে এ ব্যাপারে গায়কের পরিবারের কথা হয়েছে । তাঁদের মুম্বই ফেরার বিমানের সময় দেখেই শিল্পীর দেহ রবীন্দ্র সদনে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । মমতা জানান, সদনেই গান স্যালুট দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে মুম্বইয়ের নেপথ্যগায়ককে । এদিন বাঁকুড়া থেকে তড়িঘড়ি কলকাতায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দর থেকে সোজা রবীন্দ্র সদনে পৌঁছন তিনি । সমস্ত ব্যবস্থা নিজে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী । 

টুইটারে কেকে-কে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল প্রয়াণে আমরা সকলে হতবাক ও মর্মাহত । আমার সহকর্মীরা গতকাল (মঙ্গলবার) রাত থেকে কাজ করছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, আচার-অনুষ্ঠান মেনে সবকিছু সম্পন্ন হয় । শিল্পীর পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে । তাঁর পরিবারকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি ।"

singer KK passes awayKK dies in KolkataRabindra Sadan

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন