প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ২০২৩-এ জয়েন্ট
এন্ট্রান্সে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার।
দ্বিতীয় হয়েছেনস্থানাধিকারী সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া
মেধা তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়।
চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।
পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী।
ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত।
সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।
অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।
নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।
মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।
গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। ২৬ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দিন ফলাফল জানতে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in- সাইটে ক্লিক করতে হবে। শুক্রবার বেলা ২.৩০-এর সময় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা হল WBJEE-র ফলাফল। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন এই বার। বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে পরীক্ষার্থীরা তাঁদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।