অজিতকে ছাড়া ব্যোমকেশ (Byomkesh) কখনও সম্পূর্ণ নয় । তাই ব্যোমকেশ নিয়ে তৈরি প্রতিটি সিনেমা বা সিরিজে অজিত কে হচ্ছেন, সেদিকেও নজর থাকে দর্শকদের । হইচই-এ (Hoichoi) আবারও ফিরছে ব্যোমকেশ । অনির্বাণকেই ব্যোমকেশ হিসেবে দেখা যাবে, সত্যবতীর চরিত্রেও ঋদ্ধিমা অভিনয় করছেন । তবে বদলে যাচ্ছে অজিত । এবার ব্যোমকেশ সিরিজে অজিতের ভূমিকায় দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে (Bhaswar Chatterjee) । সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে জানিয়েছেন ভাস্বর । সেইসঙ্গে সিরিজটির মুক্তির দিনক্ষণও ঘোষণা করা হয়েছে ।
হইচইয়ে এবার মুক্তি পাচ্ছে ব্যোমকেশের সিজন ৮ । নাম ব্যোমকেশ ও পিঁজরাপোল । আগামী ৭ এপ্রিল থেকে দেখা যাবে সিরিজটি । পোস্টার শেয়ার করে ভাস্বর লেখেন, 'এটা অফিসিয়াল। হ্যাঁ আমিই অজিত। নতুন সিজনে, নতুন রূপে তৈরি আমাদের প্রিয় সত্যান্বেষী ও তার সঙ্গী!' শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা গল্পের অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজের গল্প । এই প্রথম সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করার পাশাপাশি ক্রিয়েটভ ডিরেক্টরের গুরুদায়িত্বও সামলেছেন অনির্বাণ ।
টলিউডে যেন এখন শুধু ব্যোমকেশের ভিড় । গত বছর অরিন্দম শীলের ব্যোমকেশ হত্যামঞ্চ বড়পর্দায় মুক্তি পায় । আবার এবছর হইচই-এ দেখা যাবে ব্যোমকেশ সিরিজ । এদিকে, দেবকেও এই বছর ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যেই দুর্গ রহস্য তৈরির কথা ঘোষণা করেছেন তিনি । অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ও ব্যোমকেশকে নিয়ে কাজ করছেন বলে খবর ।