দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও সুহোত্র মুখোপাধ্যায়ের (Suhotra Mukherjee) 'ডাকঘর' (Dakghor Web Series) ওয়েব সিরিজের ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে । সিরিজের নামেই অনেকে আগেই ধারণা করেছিলেন রবীন্দ্রনাথের 'ডাকঘর'-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিরিজ । ট্রেলারেও সেই 'পোস্টমাস্টার'-এর গল্পের স্বাদ পেয়েছেন অনেকেই । আবার, কারও কারও মত সত্যজিৎ রায়ের 'তিন কন্যা'-রও ছোঁয়াও রয়েছে ওয়েব সিরিজে । পরিচালক অভ্রজিৎ সেন এই বিষয়ে কী বলছেন ?
এক সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ট্রেলার দেখে অনেকেই রবীন্দ্রনাথ ও সত্যজিত রায়ের গল্পের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ঠিকই । কিন্তু, ওয়েব সিরিজটা দেখার পর সকলের ধারণাই পাল্টে যাবে । রবীন্দ্রনাথ কিংবা সত্যজিতের বিষয়বস্তুর সঙ্গে তাঁর কন্টেন্টের কোনও মিল নেই । সহজ-সরল চেনা গ্রাম্যজীবনের ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক ।
আরও পড়ুন, Yash-Nusrat-Rituparna : ফের বড়পর্দায় জুটি বাঁধছেন যশ-নুসরত,'শিকার'-এর সঙ্গী ঋতুপর্ণাও !
পরিচালক অভ্রজিৎ সেনের এটাই প্রথম ওয়েব সিরিজ । আর এই সিরিজেই প্রথম জুটি বাঁধছেন দিতিপ্রিয়া ও সুহোত্র । জানা গিয়েছে, প্রথমে সুহোত্রের জায়গায় সৌরভ দাসের কথা ভাবা হয়েছিল । পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা । সুহোত্র ও দিতিপ্রিয়া ছাড়াও অভিনয় করছেন কাঞ্চন মল্লিক । খুব শীঘ্রই হইচই-এ মুক্তি পাবে 'ডাকঘর'।