'যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!'
ঠিক এমনই এক যুগে দর্শকদের নিয়ে যাবেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। যেখানে গণিকারাই ছিলেন রানি, দাসী নন। নেটফ্লিক্সের 'হীরামান্ডি' ওয়েব সিরিজ দিয়েই OTT -তে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বনসালী। শনিবার প্রকাশ্যে এল সিরিজের প্রথম টিজার৷ সিরিজে ফুটে উঠবে ভারত স্বাধীন হওয়ার আগে হীরামান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস ও সংস্কৃতির গল্প। লাহোরের পতিতা সমাজের এই ধাঁচ তুলে ধরা হবে পর্দায়। প্রথম টিজারেই দর্শকদের কৌতুহল বেড়ে গিয়েছে কয়েকগুণ। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।
Rahul Prity Divorce: সংসার ভাঙছে রাহুল-প্রীতির? হঠাৎ কী এমন হল জনপ্রিয় এই টেলি জুটির ?
টিজারে দেখা যাচ্ছে একটা ভিন্টেজ ফ্রেমে একত্রে বসে রয়েছেন সিরিজের মুখ্য চরিত্ররা। সকলের সাজই নজরকাড়া। এর আগেও একাধিক ঐতিহাসিক চরিত্র, প্রেক্ষাপট নিয়ে কাজ করেছেন বনসালি৷ কিন্তু এই সিরিজ সম্পর্কে তাঁর মত, এটি সবচেয়ে সবচেয়ে বড় প্রজেক্ট । এই সিরিজ প্রাক-স্বাধীনতার যুগে যৌন কর্মীদের অবস্থা ফুটিয়ে তুলবে৷