নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে 'হইচই' । সম্প্রতি,তাদের নতুন সিজনে একগুচ্ছ সিরিজের নাম ঘোষণা করেছে । সেখানেই নতুন সিরিজ 'সরকার'-এর নাম প্রকাশ্যে এনেছিল 'হইচই'। এবার সামনে এল সিরিজের পোস্টার ।
পোস্টার ও নাম দেখেই বোঝা যাচ্ছে, এই সিরিজে থাকছে রাজনীতি । পোস্টার বলছে, দুই বন্ধুর কথা । যাদের সামনে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ছবি । যেখানে দুই প্রিয় বন্ধুর মধ্যে ক্ষমতার লড়াই ।
এই সিরিজের গল্পে রয়েছে একেবারে আদ্যোপান্ত রাজনীতি । তবে, সেইসঙ্গে রয়েছে বন্ধুত্ব ও প্রেমও । অরুণ রায় সিনেমাটির পরিচালনা করছেন ।
তবে এখানেই শেষ নয় । এই নতুন ওয়েব সিরিজ নিয়ে আরও একটা জল্পনা চলছে । কিছুদিন আগেই খবর প্রকাশ্যে এসেছিল যে, জ্যোতি বসুর জীবন নিয়ে সিরিজ তৈরি করতে চলেছেন অরুণ রায় । 'সরকার'-ই তবে সেই সিরিজ ? কারণ পোস্টার দেখলে খেয়াল করবেন, দুই ব্যক্তির মধ্যে একজনের চেহারা মিলে যাচ্ছে জ্যোতি বসুর সঙ্গে । সামনে আবার বিধানসভার ছবি । সেক্ষেত্রে, অনুমান করা যাচ্ছে, জ্যোতি বসুকে নিয়ে এই সিরিজটি তৈরি হয়েছে । তবে, কারা এই সিরিজে অভিনয় করছেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি । সিরিজ নিয়ে মুখ খোলেননি পরিচালকও । পরিচালক ঘনিষ্ঠ জানিয়েছেন, বাঙালির গর্বের এই রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরতে বরাবরই উৎসাহী ছিলেন অরুণ।
ওয়েব সিরিজটি বানানোর জন্য মুখ্যমন্ত্রীর পরিবারের কাছে কোনও অনুমতি নেওয়া হয়েছে কি না, এই নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল । বিনোদন দুনিয়া সূত্রে খবর, প্রয়াত কোনও ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে সিনেমা, ধারাবাহিক কিংবা সিরিজ বানাতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। সেই পথেই হেঁটেছে ছবির টিমও ।