বসন্ত চলে গেলেও বৈশাখে প্রেমের মিষ্টি সুবাস ছড়াবে পারফিউম। কিংবা বলা ভাল প্রেমের পারফিউম। কারণ হইচইতে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'প্রেম পারফিউম'।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে দুটি পরিবার। যাঁদের একে অপরের সঙ্গে বেজায় বিবাদ। অথচ সেই দুই বাড়ির ছেলেমেয়েই একে ওপরের প্রেমে মশগুল।
সিরিজটিতে অভিনয় করেছেন অলিভিয়া সরকার এবং আরিয়ান ভৌমিক। ট্রেলারে শোনা গিয়েছে শ্রেয়া ঘোষালের গাওয়া অটোগ্রাফ ছবির গান 'উঠছে জেগে সকালগুলো'। সিরিজটির প্রিমিয়ার রয়েছে আগামী ১৩ এপ্রিল।