‘ইতিহাস সবসময় জিতে যাওয়া লোকেরাই লেখে’, ব্যতিক্রম নয় বাংলার পশ্চিমাঞ্চলে অবস্থিত রিজপুরের ব্যানার্জি বাড়ি। যে কথাগুলো কোনওদিন লেখা যাবে না, তার সঙ্গেও জড়িয়ে এই ব্যানার্জি পরিবারের নাম। হেরে যাওয়া মানুষের চিৎকার লাশ হয়ে চাপা পড়ে রয়েছে এখানকার রুক্ষ মাটির নিচে, তার উপরেই গড়ে উঠেছে এই সুবিশাল ব্যানার্জি বাড়ি। আর এই বিশাল সাম্রাজ্যের মুকুটহীন রাজা রথীন ব্যানার্জি। হইচই-এর আসন্ন সিরিজ ‘রাজনীতি’তে ফুটে উঠবে রিজপুরের রক্তাক্ত ইতিহাসের কথা। ব্যানার্জি বাড়ির রথীন ব্যানার্জি এই অঞ্চলের সর্বেসর্বা। সিরিজে রথীন ব্যানার্জির ভূমিকায় অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রথীন ব্যানার্জি চান তার এই একচ্ছত্র সাম্রাজ্যের অধিকারিনী হোক তাঁর একমাত্র কন্যা রাশি। রাশির ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। SVF এর ব্যানারে সিরিজের পরিচালনায় অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী।
Ranveer-Deepika: দীপিকা দাম্পত্যের টিপস দিচ্ছিলেন, সেটে ঢুকে পড়লেন রণভির...নিছকই কাকতালীয়?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আগামী ২৬ মে সিরিজের মুক্তি। দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে (Koneenica Banerjee)। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। রাশি কি পারবে ক্ষমতাকে নিজের মুঠোয় ধরে রাখতে? তারই গল্প বলবে, রাজনীতি।