বাড়ি ছাড়ছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick ) । আপাতত তাঁর ঠিকানা বয়েজ হোস্টেল । শুধু, তাই নয়,তাঁর সঙ্গে বাড়ি ছেড়েছেন আরও দুই অভিনেতা । কারা জানেন ? ছোট পর্দার 'দীপু মাস্টার'রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya) ও 'এক্স=প্রেম'-খ্যাত অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) । তিনজনেই বয়েজ হস্টেলে গিয়ে উঠবেন । কিন্তু, কী এমন হল যে, বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন অভিনেতারা ?
আসলে,নতুন একটি ওয়েব সিরিজ (New Web series) আসছে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে । এই সিরিজেই অভিনয় করবেন কাঞ্চন, রোহন ও অনিন্দ্য । মূলত, বয়েজ হোস্টেল নিয়ে এই সিরিজ । গল্পে বয়েজ হস্টেলের নানা কাণ্ড উঠে আসবে । যাকে বলে, একেবারে কমেডি ছবি । তিন অভিনেতা ছাড়া সিরিজে একঝাঁক নতুন মুখকে দেখা যাবে । তবে, গল্পে কোনও নায়িকা নেই । খলনায়িকা রয়েছেন ।
২৯ জুন থেকে মগরাহাটের এক বয়েজ হস্টেলে শুটিং শুরু হবে । বাকিটা হবে কলকাতায় । পরিচালক সাত্যকি কুণ্ডু-শৌভিক মণ্ডল । চিত্রনাট্য লিখেছেন অর্ণব রায়-সম্রাট দাস ।