রহস্যে মোড়া নতুন ওয়েব সিরিজ (Web Series) নিয়ে আসছে হইচই (Hoichoi) । ইংরেজি নাটক 'The Sleuth' অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজের নাম ‘টিকটিকি’ (Tiktiki) । আগে এই নাটক অবলম্বনে বাংলায় নাটক, টেলিফিল্ম হয়েছে । তবে ওয়েব সিরিজ এই প্রথম । পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়েরও প্রথম ওয়েব সিরিজ এটা । আর এই টিকিটিকির লড়াইয়ে সামিল হবেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) । শুক্রবার ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ্যে এসেছে ।
সৌমেন্দ্র কৃষ্ণ দেব ও মিলন বসাক । দুজনেই একেবারে দুই ভিন্ন মেরুর মানুষ । এক বন্ধ প্রাসাদে দুজনেই খেলায় মত্ত । দুজনের মধ্যে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর । শেষপর্যন্ত কে জিতবে ? সেটাই এখন সবথেকে বড় রহস্য । ১৮ মার্চ থেকে হইচই-এ এই সিরিজটি দেখা যাবে ।
আরও পড়ুন, Shreya Ghosal Birthday : শুভ জন্মদিন শ্রেয়া ঘোষাল, গায়িকার সম্পর্কে জানেন কি এই তথ্যগুলো ?
ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । এই প্রথম কোনও ওয়েব সিরিজে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । এর আগে সিনেমায় তাঁকে দেখা গিয়েছে । অন্যদিকে, অনির্বাণ ভট্টাচার্যের হাতেও এখন বেশ কিছু কাজ রয়েছে । ফের তাঁকে বটতলার গোয়েন্দা-তে গোয়েন্দা হিসাবে দেখা যাবে ।