দীর্ঘদিন বাদে অভিনয়ে ফিরছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । তবে এবার বড়পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মে (OTT Plartform) ডেবিউ করতে চলেছেন তিনি । এক অন্য ধারার সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজে দেখা যাবে তাঁকে । সিরিজের নাম ‘বেস্টসেলার’ (Bestseller) । ফেব্রুয়ারি মাস থেকে অ্যামাজন প্রাইমে (Amazon Prime) দেখা যাবে এই সিরিজটি ।
শুক্রবার ‘বেস্টসেলার’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে । মিঠুন চক্রবর্তী ছাড়া এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রুতি হাসানকে (Shruti Haasan) । ১২ বছর পর ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন শ্রুতি । এর আগে শ্রুতির ডেবিউ ছবি ‘লাক’-এ ছিলেন মিঠুনদা । মিঠুন ও শ্রুতির সঙ্গে এই সিরিজে দেখা যাবে গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জন বাজওয়া, সোনালি কুলকার্নির মতো অভিনেতাদের । পরিচালনার দায়িত্বে রয়েছেন মুকুল অভয়ঙ্কর । কলমে অন্বিতা দত্ত ।
এক নামী লেখক ও তার সাহিত্যকর্মকে ঘিরে দানা বাঁধবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার । গল্পের পরতে পরতে থাকবে রহস্য । আর এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন মিঠুন । আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে রয়েছেন ।