গত ৬ দশক হলিউড এমন আন্দোলন দেখেনি। ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম মেধা নিয়ে পথে নামনে লেখক ও চিত্রনাট্যকাররা। সেই আন্দোলনে যোগ দেন হলিউডের অভিনেতারাও। এবার সহকর্মীদের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
গত ২ মে থেকে প্রতিবাদ ও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। ছবি ব সিরিজ, বা যে কোনও সৃজনশীল কাজে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারে সরব হন তাঁরা। সম্প্রতি সেই প্রতিবাদে যোগ দেয় অভিনেতাদের ইউনিয়নও। এবার সেই প্রতিবাদে ইনস্টাগ্রামে পোস্ট করলেন প্রিয়াঙ্কাও। তিনি লেখেন, ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছি। সুস্থ ভবিষ্যত গড়ে তোলা হবে।
এই আন্দোলনের জেরে একাধিক ছবির কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে থমকে গেছে ডেডপুল ৩, মিশন ইম্পসিূল ডেড ব্রেকনিং পার্ট ২, গ্ল্যাডিয়েটর ২ -এর মতো ছবির কাজ।