পাঁচ বছর পূর্ণ হল হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের । এবার সিজন ৬ নিয়ে নতুন ভাবে আসছে হইচই । এই সিজনে একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করতে চলেছেন শ্রীকান্ত মোহতা (Srikant Mohta) । সিজন ৬-এ হইচই-এ কী কী আসতে চলেছে, তার ইঙ্গিতও মিলছে শ্রীকান্ত মোহতা ফেসবুক প্রোফাইল থেকে ।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একজন পরিচালকের ছবি পোস্ট করেছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা ।যদিও তাঁর মুখ দেখা যাচ্ছে না ।ক্যাপশনে শ্রীকান্ত লিখেছেন, ‘বাংলার অন্যতম বড় পরিচালক আমাদের সঙ্গে তাঁর প্রথম সিরিজ তৈরি করছেন।’ এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই সন্দেহ করছেন ছবিটি রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) । ছবির নিচে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে এই ছবিটি রাজ চক্রবর্তীর (Raj may debut on Web Series)। তাহলে কি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন রাজ ? যদিও এই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি । অনেকে আবার লিখেছেন ছবিটি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের । এখন নতুন ঘোষণার অপেক্ষায় রাজ চক্রবর্তীর অনুরাগীরা ।
আরও পড়ুন, Kartik Aryan : মাঝ আকাশে অনুরাগীদের মাঝে কার্তিক আরিয়ান, চমকে দিলেন যাত্রীদের
পাঁচটি সিজন পেরিয়ে ষষ্ঠ সিজনের দিকে পা বাড়াল ওটিটি প্ল্যাটফর্ম হইচই । এই বছরেও থাকছে একাধিক চমক। শ্রীকান্ত মোহতার পোস্ট বলছে,কোনও একটি সিরিজে দেখা যাবে মধুমিতা সরকারকে। ব্যোমকেশ অনির্বাণও ফিরছেন বোঝা গেল । 'হেলো' ওয়েব সিরিজ নতুন মোড়কে আসতে চলেছে ।