২০১৭ সালের উত্তরপ্রদেশের পিলভিট অভয়ারণ্যে, অভিযোগ ১৭ জন প্রাণ হারিয়েছিলেন বাঘের হামলায়। এবার সেই ঘটনা নিয়েই ওয়েব সিরিজ বানাতে চলেছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিরিজের নাম ‘পিলকুঞ্জ’। প্রথমবার জুটিতে দেখা যাবে তৃণা সাহা এবং শন বন্দোপাধ্যায়কে।
সাংবাদিকের ভূমিকায় শন, আর চিকিৎসক তৃণা। এই প্রেক্ষাপটেই ‘পিলকুঞ্জ’। ছদ্মবেশে গ্রামে ঢুকে ধরা পড়ে যান সাংবাদিক সিদ্ধার্থ। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার বিদিতার। এইভাবেই এগিয়ে চলে গল্প।
Afran Nisho: এপার বাংলাতেও সমাদৃত ওপারের 'সুড়ঙ্গ'! এবার কলকাতার ছবিতে নিশো?
অগাস্টে ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই সিরিজ। শন,তৃণা ছাড়া অভিনয় করছেন সৌরভ সাহা, শঙ্কর দেবনাথ, দেবতনু, জোয়ী দেবরায়, বৃষ্টি রায়রা।