আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে বাংলায় শর্ট ফিল্ম। ছবির নাম 'মেসি'। পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেন তিনি।
গ্রেমাইন্ড ফিল্মজের পক্ষ থেকে এই শর্টফিল্মটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। মুক্তির দিন যদিও জানানো হয়নি। তবে পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জীবনের সব বাধা প্রত্যেকদিন নিখুঁত ড্রিবলিংয়ে পেরিয়ে যেতে হয়। জীবন আসলে কাটাকুটি খেলা। এই শর্ট ফিল্ম তারই গল্প। ছবির নাম ভূমিকায় আছেন আমন। কাহিনি, চিত্রনাট্য, পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়।
সরস্বতী পুজোয় পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় রিলিজ হয় শর্ট ফিল্ম 'সরস্বতী'। সেই ছবিতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।