এবার ওয়েব সিরিজে (Web Series) টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) । তাঁর নতুন সিরিজের নাম 'জনি বনি' (Johny Bonny)। ক্লিক (Klikk Platform) প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ । সম্প্রতি, সিরিজের পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ।
এই ওয়েব সিরিজে স্বস্তিকা জুটি বাঁধবেন দেবাশিস মণ্ডলের (Debashish Mondal) সঙ্গে । দেবাশিস এখানে তরুণ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন । তাঁর চরিত্রের নাম জনার্দন দাস ওরফে জনি । তাঁর স্ত্রীর ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা দত্তকে । ছবির পোস্টারে একজন পুলিশ অফিসার ও এক কিশোরকে দেখা গিয়েছে । এই কিশোরই হল বনি । পোস্টার শেয়ার করে স্বস্তিকা জানিয়েছেন, খুব শীঘ্রই মুক্তি পাবে সিরিজের ট্রেলার । সিরিজের পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী । প্রযোজনায় 'মিলকি ওয়ে ফিল্মস' ।
আরও পড়ুন, Tanushree Chakraborty in Bollywood : বলিউডে পা তনুশ্রী চক্রবর্তীর, সানির নায়িকা হচ্ছেন টলি অভিনেত্রী
তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্ত করতে । এ দিকে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। সেখানে বাজার করা থেকে শুরু করে সব কাজই করতে হয় তাঁকে । স্ত্রী আঁখির চোখে যাতে ছোট না হয়ে যান, তার জন্য নিজের কাজ নিয়ে মিথ্যে বলেন স্ত্রীকে । এরই মধ্যে, জনির জীবনে প্রবেশ ঘটে বনির অর্থাৎ আঁখির দিদি ছেলের । কলকাতায় একটা দাবা টুর্নামেন্টে যোগ দিতে চায় বনি । তবে, জনি-বনির সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো । দুজনের মতের কোনও মিল নেই । কিন্তু, শেষে এমন একটা পরিস্থিতি হয়তো আসবে, যখন প্রয়োজনে দুজনেই দুজনকে সাহায্য করবে । রহস্য, দাবার চাল, স্বপ্ন...সবটা নিয়ে এক পুলিশ অফিসার এবং এক কিশোরের গল্প বলবে 'জনি বনি'।