সপ্তাহের শেষ । ছুটির দিন । বাইরে বৃষ্টি । এরকম আবহাওয়ায় ঘর অন্ধকার করে সিনেমা দেখার মজাই আলাদা । আর আপনার সেই ইচ্ছে পূরণ করতে একাধিক ওয়েব সিরিজ(Web Series), সিনেমা নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্মগুলি (OTT Platform)। সপ্তাহের শেষে জি ফাইভ(Zee 5), নেটফ্লিক্সের (Netflix) মতো প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ । বৃষ্টিভেজা ছুটির দিনে যে সিনেমা বা ওয়েব সিরিজ আপনার সঙ্গী হতে পারে, সেগুলি একেবার দেখে নেওয়া যাক...
কলকাতার হ্যারি
বড়পর্দায় তো মুক্তি পেয়েছে অনেকদিনই । কিন্তু, কাজের চাপে হলে গিয়ে দেখার সময় হয়ে ওঠেনি অনেকেরই । এবার, জি ফাইভ (Zee 5) এনে দিচ্ছে সেই সুযোগ । ম্যাজিকে ভরপুর ছোটদের সিনেমা,সেইসঙ্গে রয়েছে সামাজিক বার্তাও । জি ফাইভে দেখা যাচ্ছে কলকাতার হ্যারি (Kolkatar Harry)।
সুরবীর
ভারতীয় সেনাদের উপর তৈরি সিনেমা সুরবীর (Surveer) । একজন সৈনিকের জীবনের ভাল-খারাপ-চ্যালেঞ্জিং প্রতিটা মুহূর্তকে দেখানো হবে । ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে এই সিনেমা।
জনহিত মে জারি
একেবারে ভিন্ন স্বাদের ছবি 'জনহিত মে জারি' (Janhit Mein Jaari)। সপ্তাহের শেষে, আপনার সিনেমা দেখার তালিকায় নুসরত ভারুচা অভিনীত এই সিনেমা রাখতে পারেন । শুক্রবার থেকে জি ফাইভে (Zee 5) দেখা যাচ্ছে এই ছবিটি । ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা ।
জাদুগর
সিনেমা তো অনেক হল, ওয়েব সিরিজ দেখতে চাইছেন ? সদ্য নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ (Web Series) 'জাদুগর' (Jadugar)। ফুটবল না ম্যাজিক, এই দুয়ের টানাপোড়েনে বিপর্যস্ত নায়ক । এরকম পরিস্থিতিতে তাঁর জীবনে আসে ভালবাসার মানুষ । মুখ্যভূমিকায় অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, আরুশি শর্মা ও জাভেদ জাভরি । ওয়েব সিরিজে ও সিনেমায় জমিয়ে কাটুক ছুটিটা ।