টলিউডে এখন বিয়ের মরসুম । দিন কয়েক আগেই বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সামনেই আবার বিয়ে সন্দীপ্তারও । এরই মাঝে আরও একটা বিয়ের খবরে সরগরম টলিপাড়া । জানা গিয়েছে,১৫ ডিসেম্বর বিয়ে করছেন সৌরভ দাস-দর্শনা বণিক । আইবুড়োভাত পর্বও শুরু হয়ে গিয়েছে নায়িকার । পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর । এরই মধ্যে সামনে এল বিয়ের দিন কেমন পোশাকে সাজবেন তারকা জুটি ।
জানা গিয়েছে, দর্শনার পছন্দের শাড়ি বেনারসি । তাই, বিয়ের দিন অধিবাস থেকে গায়ে হলুদ কিংবা বিয়ের আসরেও বেনারসিই পরবেন বলে ঠিক করেছেন নায়িকা । জানা গিয়েছে, দর্শনা অধিবাস অনুষ্ঠানে পরবেন তসর বেনারসি, আর গায়ে-হলুদের সময় হলুদ রঙা বেনারসি । আর বিয়ের সময় রূপোর জরির কাজ করা লাল বেনারসিতে সাজবেন কনে । প্রায় পাঁচ মাস ধরে বেনারসি তৈরি করা হয়েছে । আর রিসেপশনেও পরবেন বেনারসি । রং ফুসিয়া গোলাপি ।
এতো গেল কনের কথা । বরমশাই কেমন পোশাক পরবেন বিয়ের দিন ? জানা গিয়েছে, সৌরব পরবেন জামদানি ও কাঁথার কাজের কুর্তা এবং তসর ধূতি । তারকা জুটির বিয়েতে উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা ।