এবার টক্কর বাংলা ছবি আর হিন্দি ওয়েব সিরিজের। দুটোরই পরিচালক অবশ্য বাঙালি। বলছি পালান এবং জানে জান-এর কথা। নেটফ্লিক্সে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সুজয় ঘোষের 'জানে জান', অন্যদিকে শুক্রবারই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'পালান', পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়।
জানে জান সুজয়ের হিন্দি থ্রিলার, ট্রেলার দেখেই বোঝা যায় টানটান সাস্পেন্স রয়েছে তাতে। এই সিরিজ দিয়েই ওটিটি-তে ডেব্যু করলেন করিনা কাপুর। সঙ্গে বিজয় বর্মা, জয়দীপ এয়লাবাদ।
অন্যদিকে, ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'পালান'। মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।
কৌশিকের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন ছবিতে।