বাংলা ছবির বর্তমান হাল নিয়ে করা অনুরাগ কাশ্যপের মন্তব্য ঘিরে তুমুল হইচই। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রাহুল-ঋত্বিকরা।
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, এই বিষয়ে বলেছেন, ‘যাহা ‘ঘটিয়া’ গেল, বাংলা সিনেমা দিয়ে নামকরণ করলে কী নাম হবে?’ এরপর নিজেই উত্তর দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’। ঋত্বিকের পোস্টের নিচেও, সিনেবোদ্ধাদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। যদিও কেউ কেউ বলছেন খুব একটা ভুল বলেননি পরিচালক। আবার,
কারও কারও মত, ‘ পৃথিবীর সর্বকালের সেরা ১০০ জন ফিল্মমেকারের মধ্যে, অবশ্যই তিনজন বাঙালি রয়েছেন এবং পৃথিবীর সেরা ১০০টি ছবির তালিকায় অন্তত ৩টি বাংলা ছবি আছে, কিন্তু বলিউডের কোনও ছবি নেই’।
এই প্রসঙ্গে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘অনুরাগের উপর রেগে যে কিছু বলব, তার উপায় নেই। ছেলেটা ফোন করে কাঁদে’ …
Suvendu Adhikari : আদালতের অনুমতিতে অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী
উল্লেখ্য, রবিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 'নিপীড়িতের জগঝম্প’ নামে একটি প্রতিবাদী সাংস্কৃতিক সভায় এই যোগ দিয়ে এই মন্তব্য করেন পরিচালক। অনুরাগ আরও বলেছিলেন, ‘একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নীচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নীচে পড়েছে। দুটোর প্রার্থক্য আছে।'