জন্মদিনের আগে সাপের কামড় খেলেন অভিনেতা সলমন খান (Salman Khan)৷ পানভেলের ফার্ম হাউসে ঘটনাটি ঘটেছে৷ তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে চিকিৎসা চলে ভাইজানের৷ প্রাথমিক চিকিৎসার পর, ৬ ঘণ্টা পরেই অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷
অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, চিন্তার কিছু নেই৷ বিষহীন সাপ কামড়াছে অভিনেতাকে।৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অ্যান্টি-ভেনম ওষুধ দেন চিকিৎসকেরা৷ কিছুক্ষণ পর্যবেক্ষণেও রাখা হয় ভাইজানকে৷ আপাতত ফার্ম হাউজেই বিশ্রামে রয়েছেন অভিনেতা৷
আগামিকাল সলমন খানের ৫৬তম জন্মদিন৷ প্রতিবছর পানভেলের এই ফার্ম হাউজে জন্মদিন পালন করেন তিনি৷ এবারও হয়তো সেই জন্যই পানভেল গিয়েছিলেন অভিনেতা৷