AR Rahman Divorce Reason: 'মোহিনী' নন, রহমান-সায়রার ঘর ভাঙার আসল কারণ প্রকাশ্যে আনলেন তাঁদের আইনজীবী

Updated : Nov 22, 2024 14:46
|
Editorji News Desk

এই মুহূর্তে পেজ থ্রির পাতায় ঘুরে ফিরে বারংবার জায়গা করে নিচ্ছে এ আর রহমান-সায়রা বানুর বিচ্ছেদের খবর। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এই জুটি। তারপর থেকেই কার্যত উত্তাল সোশ্যাল মিডিয়া। ঘটনায় আরেকটু ঘি ঢেলেছে রহমানের টিমের সদস্য তথা বেসিস্ট মোহিনী দে-র ডিভোর্স ঘোষণা । আর অনেকেই এই দুই বিচ্ছেদের ঘটনা থেকে দুইয়ে দুইয়ে চার করেছেন।  রহমানের বিচ্ছেদের পিছনে একটা পরকীয়ার আভাস পাচ্ছে নেটপাড়া । গুঞ্জন চলছে, মোহিনীর কারণেই কি রহমান-সায়রা বানুর বিচ্ছেদ ? এমন প্রসঙ্গ উঠে আসছে বারংবার। 


মোহিনীর দুই হাতে তোলা সুরে বুঁদ গোটা সঙ্গীত বিশ্ব। এই বাঙালি মেয়ের কারণেই কি ঘর ভাঙল লিভিং লেজেন্ড রহমানের? এই প্রশ্ন যখন চারিদিকে, তখন মুখ খুললেন  এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, এই সম্পর্ক স্লো ফেডেড। দীর্ঘ দিনের তিক্ততা জমতে জমতে রহমান এবং সায়রার সম্পর্ক ভাঙতে বসেছে। আইনজীবী এও জানিয়েছেন, দুপক্ষ আপ্রাণ চেষ্টা করেছেন সব মিটিয়ে নেওয়ার, কিন্তু সম্ভব হয়নি। তাই বুকে পাথর চেপেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। তিনি স্পষ্টই জানান, তাঁদের সম্পর্ক ভাঙনের সঙ্গে মোহিনীর কোনও যোগই নেই। 


জানেন কে এই মোহিনী? । বয়স মাত্র ২৯ । আর এই বয়সেই মোহিনী একুশ শতকের সেরা ১০ বেসিস্টের মধ্যে একজন । মোহিনী কলকাতার মেয়ে । মাত্র ৯ বছর বয়সে সঙ্গীতজগতে যাত্রা শুরু তাঁর । অনেক ছোট থেকেই মঞ্চে পারফর্ম করছেন । গান বাংলা এস উইন্ড অফ চেঞ্জ-এ পারফরম্যান্সের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন । খুব দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছে যান মোহিনী । দেশ-বিদেশ মিলিয়ে রহমানের সঙ্গে প্রায় ৪০টি শো-তে পারফর্ম করেন তিনি। 


চর্চা হচ্ছে সায়রা বানুর প্রাপ্য খোরপোষ নিয়েও। দেশের অন্যতম ধনী গায়ক হওয়ার পাশাপাশি, ভারতের সর্বোচ্চ উপার্জন করা গায়কের নামও এ আর রহমান। দেশের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুসারে এ আর রহমান কোনও সিনেমায় একটি গানের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। যা দেশের অন্যান্য গায়ক-গায়িকাদের তুলনায় ১২-১৫ গুণ বেশি! এমনটাও শোনা যায় অনেক সময় নাকি গান পিছু পাঁচ কোটি টাকাও দাবি করেন তিনি! প্রতিটি ছবির গান কম্পোজ করতে নেন ১০ কোটি টাকা!


এ আর রহমান ও সায়রা বানুর ডিভোর্সের সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা, সুরকারের এই বিপুল সম্পত্তি থেকে ঠিক কত টাকা খোরপোষ হিসেবে পাবেন সায়রা বানু? অঙ্কটা এখনও জানা যায়নি।


উল্লেখ্য, উল্লেখ্য, ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় এআর রহমানের। ততদিনে সুরকার হিসেবে দেশজোড়া নাম তাঁর মাত্র দু’মাসের আলাপে বিয়ে। একেবারে সম্বন্ধ করে বিয়ে হয় তাঁদের। তার পর প্রায় ২৯ বছরের সংসার। তিন সন্তানের বাবা-মা। অবশেষে সেই দাম্পত্যে ইতি টানলেন তাঁরা। শেষ বার তাঁদের একসঙ্গে দেখা যায় অম্বানিদের বাড়ির বিয়েতে। তার মাস কয়েকের মধ্যেই প্রকাশ্যে এল তাঁদের এই বিচ্ছেদের খবর।

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন