দেবের দুর্গরহস্যের শুটিং চলছে জোর কদমে। ব্যোমকেশ বক্সির ভূমিকায় দেখা যাবে দেবকে, পরিচালনায় বিরসা দাসগুপ্ত। বিগত কয়েক বছরে বড়পর্দায়, ধারাবাহিকে, ওটিটি-তে একের পর এক ব্যোমকেশকে পেয়েছে বাংলার দর্শক, তাহলে নতুন করে দেবকে দেখতে কেন হলে যাবেন দর্শক? কী বলছেন দেব নিজে?
সম্প্রতি ask dev সেশনে এমনই প্রশ্ন রাখা হয়েছিল দেবের উদ্দেশে। তারই উত্তরে দেব বলেছেন, বাকি ব্যোমকেশ লোকাল হয়, এই ব্যোমকেশ হবে গ্লোবাল।
Srijit Mukherji-Dev: সৃজিতের ছবিতে সিরাজের চরিত্রে দেব? ধোঁয়াশা কাটালেন অভিনেতা নিজেই
বিরসার দুর্গরহস্যের ঘোষণার কিছুদিনের মধ্যেই জানা গিয়েছে, শরদিন্দুর একই উপন্যাস নিয়ে ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও।