এর আগেও তো বসন্ত এসেছে, চৈত্র দুপুরের রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে, কিন্তু এভাবে অলস দিনে জগজিতের গজলে গা এলিয়ে তো দেননি মিমি। বরং বরাবর টলিপাড়ায় তাঁর কিছুটা টম বয় ইমেজ। তাহলে শেষমেশ কি প্রেমে পড়লেন মিমি?
সম্প্রতি তেমনই এক ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। খসখসের ফাঁক গলা রোদ খেলা করছে মিমির গায়ে। অভিনেত্রী কিছুটা আনমনা। শুনছেন জনপ্রিয় গজল 'হোশওয়ালো কো খবর কেয়া...বেখুদি ক্যায়া চিজ হ্যায়'।
ক্যালেন্ডারে বসন্ত এসেছে সেই কবেই, মিমির ভিডিয়ো দেখে নেটপাড়ায় জল্পনা, এবার কি তাহলে মনেও বসন্ত এল অভিনেত্রীর। এই লোকসভায় নির্বাচনও লড়ছেন না সাংসদ। তাহলে কি ব্যক্তি জীবনে কিছুটা থিতু হতে চাইছেন 'গানের ওপারে'র পুপে?