নগ্ন ফটোশুট (Nude Photo shoot) বিতর্ক নিয়ে ভালই জল ঘোলা হচ্ছে। বিতর্কে জড়িয়ে গতকালই মুম্বই পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করেছেন অভিনেতা রনভির সিং (Ranveer Singh)। জানা যাচ্ছে, অভিনেতা বলেছেন, এই নগ্ন ফটোশুটের কোনও ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেননি। তাছাড়া এই ফটোশুট যে এমন বিতর্কে ফেলতে পারে, জানা ছিল না বলে পুলিশকে জানিয়েছেন গল্লি বয় অভিনেতা।
অভিনেতা নিজে ফটো আপলোড না করলে, কীভাবে তা ভাইরাল হল, সেই প্রশ্ন উঠে আসছে।
পেপার ম্যাগাজিনের নগ্ন ফটোশ্যুট নিয়ে আইনি বিপাকে পড়েছিলেন গল্লি বয় অভিনেতা (Ranveer Singh)। মহিলাদের ভাবাবেগে আঘাত করায় রনভিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একটি অসরকারি সংস্থা। ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ২৯২ এবং ২৯৪ ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে (IT Act) ৫০৯ এবং ৬৭ (এ) ধারায় রনভিরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
Periods and Creative Ideas : পিরিয়ডস আপনাকে সৃজনশীল করে তুলতে সাহায্য করে, বলছে গবেষণা
আগস্টের ৩০ তারিখ অবধি রনভির সিংকে সময় দিয়েছিল চেম্বুর থানা। সেই প্রেক্ষিতেই ২৯ আগস্ট, সোমবার মুম্বই পুলিশে হাজিরা দেন অভিনেতা। সকাল ৭টার সময়ে তদন্তকারী অফিসারের কাছে আসেন রণবীর সিং। সকাল ৯.৩০টায় অভিনেতার বয়ান রেকর্ড করা হয়।