আজ জন্মদিন। কিন্তু এভাবে দিনটা আসবে, মাত্র ক'মাস আগেও কেউ জানত? ৫৪ বছরের জন্মদিনে মানুষটাকে হারানোর ব্যথাই ঘিরে থাকবে আমাদের, কেউ ভাবতে পেরেছিল? বলছি কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র কথা। আজ গায়কের ৫৪ বছরের জন্মদিন। গায়কের অকালে চলে যাওয়ার পর প্রথম জন্মদিন। কেকের প্রয়াণে বাংলার যে গায়ককে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, সেই রূপঙ্কর বাগচি কী ভাবছেন আজ?
রূপঙ্কর জানিয়েছেন, বেঁচে থাকলে সকলের প্রিয় কেকে-কে তিনি শুভেচ্ছা জানাতেন। নজরুলমঞ্চে কেকে-র জীবনের শেষ কনসার্টের আগে শিল্পী রূপঙ্কর বাগচির করা একটি লাইভ নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে একাধিকবার রূপঙ্কর বলেন, তিনি শিল্পী কেকে-কে আঘাত করেননি, শুধু বাংলার শিল্পীমহলের স্বার্থে সেই সব মন্তব্য করেন।
বিতর্কের জেরে একের পর এক সংস্থা তাঁদের বিজ্ঞাপনে রূপঙ্করের গান ব্যবহার করা বন্ধ করে, রেস্তোরাঁয় বন্ধ হয় তাঁর গান বাজানো। সম্প্রতি মিও আমোরে-তে তাঁর গান বন্ধ হওয়ার পর অন্য শিল্পীকে দিয়ে গান গাওয়ানো হয়েছে, সেই নিয়ে দুঃখও প্রকাশ করেছেন রূপঙ্কর।
তবে, বিতর্ক চলাকালীন, বা পরে একবারও কেকে-র পরিবারকে ফোন করেননি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচি। জন্মদিনেও করবেন না, জানিয়েছেন সে কথাও।