টলিপাড়ায় আবার বাজতে চলেছে বিয়ের সানাই৷ এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র হইচই-এর সিইও সৌম্য মুখোপাধ্যায়। চার হাত এক হওয়ার কয়েকদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি'র মঞ্চে উপস্থিত হয়েছিলেন সন্দীপ্তা। সেখানেই তাঁর হবু স্বামীকে 'বউকে কন্ট্রোলে রাখার' পরামর্শ দেন সৌরভ৷ সঙ্গে সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ককে পাল্টা জবাব দেন অভিনেত্রী।
সন্দীপ্তা জানান, তাঁর হবু স্বামী সৌরভের বিরাট ভক্ত। সৌরভ খেলা ছাড়ার পর আর ক্রিকেট দেখেন না তিনি৷ এরপর সৌম্যর জন্য সৌরভকে স্পেশ্যাল মেসেজ লিখে দেওয়ার আবদার জানান সন্দীপ্তা। সঙ্গে সঙ্গে রাজি হয়ে মেসেজ লিখে দেন মহারাজ৷ মজার ছলে সন্দীপ্তাকে অনুরোধ করেন মেসেজের শেষ লাইনটি না পড়তে।
Sandipta Sen: পড়াশোনায় কেমন ছিলেন সন্দীপ্তা? অভিনয়ের পাশে অন্য পেশাও রয়েছে অভিনেত্রীর?
সৌরভের কথা শুনেই গোটা লেখায় চোখ বুলিয়ে নেন সন্দীপ্তা। শেষের লাইনটি জোরে জোরে পড়েন তিনি। সৌরভ সেখানে সৌম্যর উদ্দেশে লিখেছিলেন, 'বউকে কন্ট্রোলে রাখবে'। পড়া শেষ হতেই সন্দীপ্তা বলেন, 'কেউ কাউকে কন্ট্রোলে রাখবে না।'
এর আগে লন্ডনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে মহারাজের নাচের ভিডিও ফাঁস করে দেন অভিনেত্রী। সৌরভকে বিয়েতে আমন্ত্রণও জানান তিনি।