দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী । কিছুদিন আগেই সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা । এখন বাড়িতেই বেশিরভাগ সময় কাটছে । তবে তার ফাঁকেই চুটিয়ে কাজও করছেন । আর এই সময় বেশি করে কী খাচ্ছেন নায়িকা জানেন ? সাধারণত অন্তঃসত্ত্বা অবস্থায় নানাধরনের খাবার খেতে ইচ্ছে করে মেয়েদের । আর পছন্দের খাবার যদি না চাইতেই হাতের সামনে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই । শুভশ্রী ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না ।
সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু খাবারের ছবি পোস্ট করেছেন নায়িকা, যা সাধারণত গর্ভবতী থাকাকালীন খেতে ইচ্ছে করে মেয়েদের । এই যেমন চকোলেট, আইসক্রিম আর আচার । এখন এসবই খাচ্ছেন নায়িকা । প্যাকেট প্যাকেট আইসক্রিম, কৌটো কৌটো আচার এখন শুভশ্রীর স্টকে ।
আরও পড়ুন, Tele Serial TRP : 'জগদ্ধাত্রী' ফিরে পেল পুরনো জায়গা, নম্বর কমল 'ফুলকি'-র, প্রথম কোন ধারাবাহিক ?
বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রীকে । অন্যদিকে, শরীরের কথা ভেবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘দশম অবতার’ থেকে সরে এসেছেন নায়িকা ।