‘কালকি’ ছবিতে দীপিকার অভিনয় প্রসংশিত হয়েছে সব মহলেই। তিনিই গর্ভে ধারণ করেছিলেন বিষ্ণুর কল্কি অবতারকে। বাস্তবেও তিনি গর্ভবতী। সকলেরই জানা, সেপ্টেম্বরেই রণবীর-দীপিকার কল জুড়ে আসতে চলেছে সদ্যজাত। আর মাত্র কদিনের অপেক্ষাতেই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। খুদে আসার আগেই একেবারে শাহরুখ খানের মন্নতের পাশে, ১০০ কোটির একটি নতুন বাংলো সাজিয়ে ফেলেছেন দম্পতি।
সদ্যোজাতকে নিয়েই ওই বাড়িতেই ওঠার কথা রণবীর দীপিকার। অর্থাৎ বলিউডের ‘পাঠানে’র প্রতিবেশী হতে চলেছেন দীপিকারা। তবে কবে দীপিকা রণবীরের ঘর আলো করে জন্ম নিতে চলেছে খুদে? সেই কৌতূহল এখন দেশের মানুষের মনে। দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবর, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দীপিকা পাড়ুকোন মা হবেন।
আপাতত তাঁর জন্যেই চলছে ঘর সাজানোর পালা। মা হওয়ার পর বেশ কিছুদিনের বিরতিতে থাকবেন দীপিকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তিনি কাটাবেন সন্তানের সঙ্গেই। সব ঠিক থাকলে ফের ২০২৫ সালে কাজে ফিরতে পারেন বলিউডের ‘পদ্মাবতী’ ।