অনেক দিন ধরেই গুঞ্জন বলিউডের ক্যাট মা হতে চলেছেন | কেউ কেউ বলছিলেন লন্ডনেই সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা| বেশ কিছু ভিডিয়ো ঘিরেও বেশ কিছুটা জল্পনা চলছিল | এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা ভিকি কৌশল |
কবে বাবা হচ্ছেন ভিকি? এই প্রশ্ন উঠতেই, ভিকি জানান , আপাতত, তেমন কোনও খবর নেই। তিনি যদি কোনওদিন বাবা হন, তবে সবাইকে তিনি প্রথমেই জানবেন |
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও। সেখানে, ক্যাটের বেবিবাম্প ঘিরে জল্পনা চলছিল |
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অভিনেত্রীর প্রেগন্যান্সির খবরের গুঞ্জনে সরগরম নেটপাড়া । সেই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছিল লন্ডনের ভাইরাল ভিডিও । যেখানে দেখা যাচ্ছে,বেকার স্ট্রিটে ভিকির হাতে হাত রেখে হাঁটছেন ক্যাটরিনা । পরনে লম্বা কালো ওভারকোট । যা দেখে বোঝা যায়, কালো কোটে ঢেকেছে তাঁর স্ফীতদর । বেকার স্ট্রিটে হাঁটতে হাঁটতে ক্যাটরিনাকে আগালাতেও দেখা গিয়েছিল ভিকিকে।