তাঁদের সম্পর্ক বলিউডে খুবই চর্চিত। প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খান। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা, বা বিচ্ছেদের কথা কোনওটাই স্বীকার করেননি দুজনের কেউই। অথচ এত বছর পরেও তা নিয়ে আলোচনার শেষ নেই। এরই মাঝে প্রকাশ্যে এসেছে একটি সাক্ষাৎকারের ভিডিও, যেখানে প্রিয়াঙ্কা একরকম তাঁর প্রাক্তন সম্পর্কের কথা স্বীকারই করে নিয়েছেন।
Friday OTT streaming: ওটিটি-তে বুম্বা দা বনাম ব্যোমকেশ-এর লড়াই! এই সপ্তাহের স্কোরকার্ডে এগিয়ে কে?
হলিউডের শুরুর দিককার সাক্ষাৎকার। একটি এয়ারপোর্ট জ্যাকেট গায়ে চাপিয়ে প্রিয়াঙ্কা বললেন, এটা তাঁর প্রাক্তনের জ্যাকেট। জ্যাকেটে প্রেমিকের গায়ের গন্ধ অনুভব করতেন প্রিয়াঙ্কা। ঘটনাচক্রে ওই একই জ্যাকেট বেশ কয়েকবার পরতে দেখা গিয়েছে কিং খানকে। অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি।